Monday, October 13, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলের গোপালপুরে এ্যাব-এর উদ্যোগে  বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

টাঙ্গাইলের গোপালপুরে এ্যাব-এর উদ্যোগে  বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ

“গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই মূলমন্ত্রকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫। দেশের অন্যতম কৃষিবিদ সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) – টাঙ্গাইল জেলা চ্যাপটার আয়োজিত এই কার্যক্রম অনুষ্ঠিত হয় গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শশিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে।

এই উদ্যোগের লক্ষ্য ছিলো পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ পিন্স রহমান পাভেল, এবং সঞ্চালনা করেন কৃষিবিদ ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানের সূচনালগ্নেই শিক্ষার্থীদের মাঝে গাছের প্রয়োজনীয়তা, ভূমি ক্ষয় রোধ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল সালাম পিন্টু। তিনি বলেন,“বর্তমান জলবায়ু সংকটে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে বৃক্ষরোপণ। আমাদের শিশুদের এখন থেকেই গাছের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। আজ যারা চারা নিচ্ছে, একদিন তারাই এই দেশকে সবুজ করে তুলবে।” তিনি শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন এবং নিজ হাতে কয়েকটি গাছ রোপণ করেন।

অনুষ্ঠানে গোপালপুর উপজেলা ও হেমনগর ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করেন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— গোপালপুর উপজেলা বিএনপির  সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর শহর বিএনপির সভাপতি মো. খালিদ হাসান উন্থান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি শাহজাহান,সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল,জাসাস এরসভাপতি মো. রফিকুল ইসলাম বাবলু,যুবদল নেতা মো. শাহানুর আহমেদ সোহাগ,উপজেলা যুবদলসদস্য সচিব বদিউজ্জামান রানা,সহকারী অধ্যাপক শামীম হোসেন,হেমনগর ইউনিয়ন বিএনপি নেতা ভিপি গোলাম রোজ তালুকদার ও জাহাঙ্গীর তালুকদার,উপজেলা কৃষক দলের সভাপতি হাতেম আলী খান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম শিশির তালুকদার প্রমুখ। 

বক্তারা বক্তব্যে সবাই এ্যাব-এর এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। শশিমুখী উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এদিন চারা গ্রহণ করেন এবং কিছু গাছ স্কুল মাঠেই রোপণ করা হয়। এসময় তারা বৃক্ষরোপণ বিষয়ক প্রতিযোগিতা ও পোস্টার প্রদর্শনীতে অংশ নেয়।

এক শিক্ষার্থী জানায়,“আজ আমি একটি আম গাছের চারা নিয়েছি। বাড়িতে গিয়ে রোপণ করবো। এই প্রথম নিজ হাতে গাছ লাগাতে যাচ্ছি বলে খুব ভালো লাগছে।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, টাঙ্গাইলের প্রতিটি উপজেলায় এভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগণকে সম্পৃক্ত করে পরিবেশবান্ধব কার্যক্রম চালিয়ে যেতে চান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য