Monday, August 11, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলের কালিহাতীতে পুকুরে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত এক যুবতীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর উত্তরপাড়া গ্রামে সাবেক সিভিল সার্জন চিকিৎসক সৈয়দ ইবনে সাঈদের পারিবারিক পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এক মহিলা পুকুরে হাঁস ছাড়তে এসে ভাসমান লাশ দেখে লোকজনকে ডাকাডাকি করে। পরে লোকজন এসে লাশ দেখে পুলিশকে খবর দেয়। এ সময় হলুদ রঙের সোয়েটার ও  লাল রঙের সালোয়ার মেয়ের পড়নে ছিল।
পরিচয় সনাক্তের বিষয়ে টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ইন্সপেক্টর মোখলেছুর রহমান জানান, আমরা অনেক বার নিহতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা করেছি। মরদেহটি পানিতে থাকায় আঙ্গুলের ছাপ ক্ষতিগ্রস্থ হয়েছে।
এ বিষয়ে কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বলেন, মেয়ের পরিচয় পাওয়া না গেলে মরদেহটি আঞ্জুমানে মফিদুল ইসলামে হস্তান্তর করা হবে। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য