Wednesday, January 22, 2025
Homeদূর্ঘটনাটাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত

শফিকুজ্জামান খান মোস্তফা,টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীতে সনাতনীদের অনুষ্ঠান কীর্তন থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) ভোরে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে ধলাটেংগর এলাকার ৫ ও ৬ নং ব্রীজের মাঝামাঝি রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনিমগড়া গ্রামের নীল কান্ত মন্ডল (৬০) ও তার স্ত্রী কল্পনা রাণী মন্ডল (৫৫)।

নিহত নীল কান্ত মন্ডলের পিসাত ভাই ও স্থানীয়রা জানান, শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তারা দু’জন কালিহাতীর রৌহা এলাকায় সনাতনীদের অনুষ্ঠান কীর্তনে গিয়েছিল। পরে তারা আর বাড়িতে না ফেরায় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় সকালে পূণরায় তার ছেলে মহাসড়কেও খোঁজাখুঁজি করে। পরে ভোরে এক লোক ফোন করে জানালো যে ৬ নং ব্রীজের রেললাইনের পাশে নারী-পুরুষের দুইটি লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখতে পাই তাদের দু’জনের লাশ পড়ে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের কয়েক খন্ডিত লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। পরে শনিবার দুপুরে স্থানীয় শশ্বান ঘাটে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়।
এ বিষয়ে যমুনা সেতু পূর্ব ইব্রাহীমাবাদ স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, ঘটনার পরপরই মরদেহ দু’টি পরিবারের লোকজন নিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য