শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইলঃ
নারায়ণগঞ্জ যুবদল নেতা, শাওন কে গুলি করে হত্যার প্রতিবাবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাংগাইলে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা।
আজ শনিবার সকালে টাঙ্গাইল জেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এর আগে শান্তিকুঞ্জ মোরে বিভিন্ন এলাকা ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয়। পরে মিছিলটি শান্তিকুঞ্জ মোর থেকে বের হয়ে শহরে ডোকার চেষ্টা করলে তাতে বাধা প্রদান করে পুলিশ। পরে পুলিশের বাধার মূখে পরে সেখানেই সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে জেলা বিএনপির অপর একটি অংশ শহরের জেলা সদর রোডের সোনার বাংলা কমিউনিটির সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।