Thursday, January 15, 2026
Homeআন্তর্জাতিকজাপানে মডার্নার ‘দূষিত’ টিকা নেওয়ার পর দুজনের মৃত্যু

জাপানে মডার্নার ‘দূষিত’ টিকা নেওয়ার পর দুজনের মৃত্যু

জাপানে মডার্নার ‘দূষিত’ করোনার টিকা নেওয়া দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর দিয়েছে।

টিকায় ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়ার পর জাপানে মডার্নার কোভিড-১৯ টিকার বিপুলসংখ্যক ডোজের প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নেয় জাপান।  খবর জাপান  টাইমস ও এনএইচকের।

এ সিদ্ধান্তের আগেই ওই দুজন করোনার টিকা নিয়ে ছিলেন। মারা যাওয়া দুজনই পুরুষ, তাদের বয়স ৩০-এর ঘরে।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে— মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কয়েক দিন পর চলতি মাসে ওই দুজন মারা যান। তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

টিকায় অন্য উপাদান পাওয়ার পর জাপান গত সপ্তাহে দেশজুড়ে ৮৬৩টি টিকাদানকেন্দ্রে পাঠানো মডার্নার ১৬ লাখ ৩০ হাজার ডোজের প্রয়োগ বন্ধ রাখার নির্দেশ দেয়।

তারও সপ্তাহখানেক আগে জাপানে টিকাটি বিক্রি ও সরবরাহের দায়িত্বে থাকা তাকেদা ফার্মাসিউটিক্যালস টিকার কিছু শিশিতে দূষণের খবর পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য