লালমোহন (ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ২৭ সদস্য বিশিষ্ট ভোলার লালমোহন উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে। অধ্যাপক মাওলানা মহিবুল্লাহকে সভাপতি ও মাওলানা নেছার উদ্দিন জিহাদীকে সেক্রেটারি করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) ইমাম সমিতির এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২০২৪-২৬ তিন বছরের জন্য জেলা সভাপতি ও সেক্রেটারির স্বাক্ষরিত অনুমোদনের কপি প্রকাশ করা হয়। অনুমোদিত কমিটিতে চারজন সহ- সভাপতি, ছয়জন নির্বাহী সদস্যসহ পৌরসভা ও ১০ ইউনিয়নের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আখতার উল্লাহ, অধ্যাপক মাওলানা রুহুল আমিন, মাওলানা তোফায়েল আহমেদ ও ডাওরীহাট ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু তাহেরকে সহ-সভাপতি, উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মাওলানা নুল্লাহসহ ছয়জনকে নির্বাহী সদস্য করা হয়েছে। মাওলানা ফরিদ উদ্দিন বদরপুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা জামাল উদ্দিনকে অর্থ সম্পাদক, মাওলানা রফিকুল ইসলামকে দপ্তর সম্পাদক, মাওলানা জাবের আবদুল্লাহকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাওলানা ইমাম উদ্দীন শামীমকে তালিম তারবিয়াত সম্পাদক, হাসনাইন আল মুসাকে আইসিটি ও মৌলভী আব্দুল কাদিরকে পাঠাগার সম্পাদক করা হয়েছে। কমিটিতে নবীন- প্রবীণ ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়ে সমন্বয় করা হয়েছে বলে জানান ভোলা জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্বাছ উদ্দিন।
তিনি বলেন, ইমামরা জাতীয় নেতা। এই কমিটি লালমোহনের ইমামদেরকে ঐক্যবদ্ধ করে জাতীকে ইসলামের আলোকে উজ্জিবিত করবে এবং নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হবে।