শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলে জমি বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মো. শাহানুর ইসলাম ঠান্ডু।
আজ রবিবার সকালে টাঙ্গাইলে প্রেসক্লাবে জমি দখলি ব্যক্তিদের নাম উল্লেখ করে আঙ্গুল তুলেছেন টাঙ্গাইল ২আসনের সংসদ সদস্য ছোটমনির উপর।
ভুক্তভোগী শাহানুর ইসলাম ঠান্ডু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, সংসদ সদস্য ছোট মনির একান্ত কাছের লোক হোসাইন সাদাব অন্তু, আলী হোসেন ও মো. আব্দুলসহ ২০ জনের বেশি লোকজন অস্ত্র নিয়ে জমি দখলের জন্য হামলা চালায়। হামলা চলাকালীন মুহুর্ত সিসি ক্যামেরায় বন্দী হওয়ায় সেই ক্যামেরাও ভেঙে নিয়ে যায়। এবিষয়ে ভোক্তভোগী প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর চাচাতো ভাই আব্দুল কাদের, হাজী ছানোয়ার হোসেন ও মিজানুর রহমান প্রমুখ।