Saturday, December 20, 2025
Homeদেশগ্রামজনগনকে বৃদ্ধাঙ্গলী দেখালে রাজনীতি হয়না- সুলতান সালাউদ্দিন টুকু

জনগনকে বৃদ্ধাঙ্গলী দেখালে রাজনীতি হয়না- সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধিঃ 

বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগনের জন্য রাজনীতি, তাই জনগনকে বৃদ্ধাঙ্গলী দেখালে রাজনীতি হয়না। একটা দেশ শাসন করা চলে মাত্র। গনতন্ত্রকে লালন করতে পারলে বাংলাদেশ সটিক ট্রেনে চলবে। বাংলাদেশে যতবার গনতন্ত্র হোঁচট খেয়েছে, ততবারই বিএনপি গনতন্ত্রকে টেনে তুলেছে। 

শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি একমাত্র দল, জনগনকে সঙ্গে নিয়ে সকল সময়ে গনতন্ত্র রক্ষায় নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে মুল অবদান রেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষনা দিয়েছেন এবং অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। স্বৈরাচার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। চব্বিশে আরেকটা আন্দোলন হয়েছে। জুলাই আন্দোলন। সে আন্দোলনে জাতীর সবাই ঐক্যবদ্ধ ছিল। সেই আন্দোলনে নেতৃত্বে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

গোপনে কারো সাথে মিশে দেশকে অস্থিতিশীল করা, গুপ্তভাবে নিজেদের পরিচয় গোপন রেখে কাজ করাও ষড়যন্ত্রের একটি অংশ বলে মন্তব্য করেন তিনি। 

জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আব্দুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন  জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামিমুর রহমান খান শামিম প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য