Tuesday, December 16, 2025
Homeরাজনীতিছাত্র অধিকার পরিষদের মিছিলে হামলা, ভিপি নুরসহ বেশ কয়েকজন আহত

ছাত্র অধিকার পরিষদের মিছিলে হামলা, ভিপি নুরসহ বেশ কয়েকজন আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ বুধবার বিকালে ছাত্রঅধিকার পরিষদের মিছিলটি টিএসসি মোড়ে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়ে গতিরোধ করে নুরের ওপর হামলা চালায়। এসময় তাকে কিল-ঘুষি এবং লাথি মারতে দেখা যায়। একপর্যায়ে ছাত্র অধিকারের নেতাকর্মীরা বাংলা একাডেমির সামনের সড়ক দিয়ে ওই এলাকা ত্যাগ করেন। আজ বুধবার বিকালে রাজধানীর শাহবাগ মোড় থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রের দিকে যাচ্ছিলেন ছাত্র ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। টিএসসি মোড়ে আগে থেকেই অবস্থান নিয়ে ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য