Sunday, August 3, 2025
Homeআন্তর্জাতিকচীন ছাড়া সব দেশের জন্য শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

চীন ছাড়া সব দেশের জন্য শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

বাংলাদেশসহ অন্যান্য দেশে আরোপ করা শুল্ক  ৯০ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীন এই তালিকার বাইরে। অন্য দেশগুলোকে ছাড় দিলেও চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ ১২৫ শতাংশ করার ঘোষণা দেন ট্রাম্প।

গতকাল বুধবার (৯ এপ্রিল) তিনি এ ঘোষণা দিয়েছেন। এর আগে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর গত সপ্তাহে বিভিন্ন মাত্রায় শুল্ক আরোপ করেছিলেন তিনি।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথে ট্রাম্প লেখেন, বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে, সেটির ভিত্তিতে আমি চীনের ওপর শুল্কের পরিমাণ ১২৫ শতাংশে উন্নীত করছি। যা এ মুহূর্ত থেকে কার্যকর হবে। একটা সময়ে, আশা করি চীন দ্রুত বুঝতে পারবে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে শোষণ করার সময় বিষয়টি আর মানা হবে না।

অন্যান্য দেশগুলোর ওপর আরোপ করা পারস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার বিষয়টি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, বিপরীতভাবে, ৭৫টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বাণিজ্য, বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা জালিয়াতি, অ-আর্থিক শুল্ক নিয়ে আলোচনার জন্য ডেকেছে। এই দেশগুলো আমার শক্তিশালী পরামর্শের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি। তাদের জন্য আমি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছি ও শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছি। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বিষয়টিতে মনযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য