Monday, August 11, 2025
Homeআন্তর্জাতিকচাকরির প্রলোভনে গণধর্ষণের পর হোটেলের ছাদ থেকে নিক্ষেপ

চাকরির প্রলোভনে গণধর্ষণের পর হোটেলের ছাদ থেকে নিক্ষেপ


চাকরির প্রলোভনে দিল্লি থেকে নেওয়া হয় রাজস্থানে। সেখানে একটি হোটেলে নিয়ে গণধর্ষণ করা হয়। শুধু তাই নয় ২৫ বছর বয়সী ওই তরুণীকে তার হাত-পা বেঁধে হোটেল থেকে ছুড়েও ফেলা হয়। খবরএনডিটিভির।
খবরে বলা হয়েছে, ওই তরুণীকে রাজস্থানের চুরু শহরে ভালো কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই প্রলোভনে তিনি ফাঁদে পা দেন। কিন্তু রাজস্থানে নেওয়ার পর তাকে চারজন পর্যায়ক্রমে ধর্ষণ করেন।

পুলিশ কর্মকর্তা মমতা সরস্বতী বলেছেন, হোটেলে নিয়ে ওই তরুণীকে ধর্ষণের পর চারজন তার হাত-পা বেঁধে ফেলেন।
তারপর তাকে হোটেলের ছাদ থেকে ফেলে দেন মদ্যপ যুবকরা। কিন্তু ওই তরুণীকে যে রশি দিয়ে বাঁধা হয়েছিল, তা একটি খুঁটির সঙ্গে আটকে যায়। ফলে প্রাণে বেঁচে যান তিনি।
এ খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং তরুণী প্রাণ রক্ষা করে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, সরকারি একটি হাসপাতালে তরুণীর মেডিকেল চেকআপ করা হয়েছে। তার বর্ণনার ওপর ভিত্তি করে ওই যুবকদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছে।
সূত্র : এনডিটিভি, এএনআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য