চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শুক্রবার রাত ৯টার দিকে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। উপজেলার আড্ডা-সরাইগাছি সড়কের জিনারপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বুলবুল (৩০) শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন যুবদলের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তিনি ইউনিয়নের বালুচর গ্ৰামের মোহাম্মদ আলীর ছেলে। আহত আরিফ (৩২) একই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিহী ভোলাভারী গ্ৰামের আব্দুর রশিদের ছেলে। প্রত্যক্ষদর্শী জানান, রাত ৯টার দিকেআড্ডা-সরাইগাছি সড়কের জিনারপুর নামক স্থানে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বুলবুল মারা যান। আহত হন আরেক মোটরসাইকেল আরোহী। গোমস্তাপুর থানার এসআই অমিত শাহ জানান, নিহতের সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


















