চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ছিদ্দিক বেপারি (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামে শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বৃদ্ধ ছিদ্দিক বেপারি তার বসত ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির কান্না শুনে তার মা ওই ঘরে ঢুকে মেয়েটিকে উদ্ধার করেন। এ সময় শিশুটির মা দেখতে পান শিশুটির রক্তক্ষরণ হচ্ছে। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে রাতে ফরিদগঞ্জ থানায় শিশুটির বাবা মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে আটক করে। পরে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।