Tuesday, October 14, 2025
Homeঅপরাধচলন্ত বাসে নারীর গলার চেইন চুরির চেষ্টা, গ্রেপ্তার ৬

চলন্ত বাসে নারীর গলার চেইন চুরির চেষ্টা, গ্রেপ্তার ৬

সাভারে চলতি বাসে এক নারীর সোনার চেইন চুরির চেষ্টার সময় হাতেনাতে সংঘবদ্ধ চোরচক্রের ৬ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। তারা আন্তজেলা চোর চক্রের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ। গল্পের ছলে ভুক্তভোগীর গলা থেকে সোনার চেইন খুলে নেয়ার চেষ্টা করছিলেন তারা। 

রোববার (২৫ মে) রাত ৯ টার দিকে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির এ তথ্য নিশ্চিত করেন । এর আগে দুপুরে তাদের সাভার মডেল থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, গত শনিবার সকালে আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড থেকে সাভার পরিবহন নামে ঢাকাগামী একটি বাসে উঠেন ভুক্তভোগী নারী সালমা বেগম ও তার ছেলে সাখাওয়াত হোসেন। তখনই সেই বাসে চোর চক্রের সদস্যরা উঠে পড়েন। বাসে উঠেই সালমা বেগমের সাথে গল্প করা শুরু করেন তারা। পরে বাসটি সাভারের পাকিজা মোড় এলাকায় পৌঁছালে কৌশলে গলায় হাত দিয়ে চেইন খুলে নেওয়ার চেষ্টা চালায় চোরচক্র। বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে পাশে থাকা দায়িত্বরত পুলিশ সদস্যরা বাসটিকে থামার জন্য সিগন্যাল দেয়। পরে বাস থেকে চোর চক্রের ৬ নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীর নারীর ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়রুন্নাহার ওরফে খায়রুন্নাহার (২৩), লালচান বেগম (৩০), তাহমিনা বেগম (২৫), নাছিমা আক্তার তাসলিমা (২৫), আলেক চান (২৫) ও হবিগঞ্জ জেলার জহুরা খাতুন (৩৬)। বর্তমানে তারা সকলেই গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চান্দুরা এলাকায় বসবাস করেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা মূলত সংঘবদ্ধ চোর চক্র। সড়কে যেন সকলে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য আমরা সচেষ্ট আছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য