Sunday, August 10, 2025
Homeঅপরাধচলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি অভিযোগে গ্রেপ্তার তিন 

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি অভিযোগে গ্রেপ্তার তিন 

টাঙ্গাইল প্রতিনিধিঃ

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় পুলিশ  তিনজনকে গ্রেপ্তার করেছে। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান আজ শনিবার সকাল সাড়ে ১১টায় তার কার্যালয়ে সংবাদ সন্মেলনে এ তথ্য জানান।  

গ্রেপ্তারকৃতা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের বদর উদ্দিন শেখের ছেলে শহিদুল ইসলাম ওরফে মুহিদুল মুহিত(২৯), শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার রামকৃষ্ণ পুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মোঃ সবুজ(৩০), ঢাকার সাভার উপজেলার টান গেন্ডা গ্রামের আবুল হোসেনের ছেলে শরীফুজ্জামান শরীফ(২৮)।

তাদের শুক্রবার সাভারের গেন্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ সন্মেলনে জানানো হয়। গ্রেপ্তাকৃত আসামী মোঃ শহিদুল ইসলাম  বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় ১টি ও ঢাকা জেলার সাভার মডেল থানায় ১টি বাস জকাতি মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে লুট হওয়া নগদ ২৯ হাজার ৩৭০  টাকা, তিনটি লুন্ঠিত মুঠো ফোন সেট ও একটি ছুড়ি উদ্ধার করা হয়েছে। কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোঃ আহসানুজ্জামান জানিয়েছেন। এদের মধ্যে সবুজ ও শরীফুজ্জামান আদালতে জবানবন্দি দিতে সন্মত হয়েছে। অপর আসামি শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য