পৌষ মাসের শেষ দিন ও মাঘ মাসের প্রথম দিন তথা ১৩ ও ১৪ জানুয়ারি প্রথমে ৫ বিভাগ ও পরের দিন ৮ বিভাগেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। কমতে পারে রাত ও দিনের তাপমাত্রা| বেড়েছে তাপমাত্রা। কেটে গিয়েছিল কুয়াশার চাদর। গতকাল সোমবার (১৬ জানুয়ারি) আবার কমে যায় ঢাকার তাপমাত্রা। এদিন নেমে আসে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। তবে বিকালে সেটি কিছুটা বেড়ে ১৫ ডিগ্রিতে দাঁড়ায়।
গতকাল সন্ধ্যা ৬টা হতে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, নীলফামারি ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকবে ও বিস্তার লাভ করতে পারে। সারা রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল, তা এখন নেই। তবে তাপমাত্রা কিছুটা সারা দেশে হ্রাস পেতে পারে। সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।