Tuesday, August 12, 2025
Homeঅপরাধচট্টগ্রাম বিমানবন্দরে সোনা ও সিসাসহ দুবাই ফেরত যাত্রী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে সোনা ও সিসাসহ দুবাই ফেরত যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৪৪ গ্রাম সোনা ও ৯ কেজি সিসা জব্দ করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ওই যাত্রীকে আটক করেন।

আটক যাত্রীর নাম মাসুদ রানা। তার বাড়ি জামালপুরের ইসলামপুর এলাকায়। আটক স্বর্ণবারের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকা। বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ১৪৮ ফ্লাইটে দুবাই থেকে এক যাত্রী সোনা নিয়ে আসছেন—এমন তথ্য তাদের কাছে ছিল। চট্টগ্রামে বিমানটি অবতরণের পর ওই যাত্রীকে তল্লাশি করে এসব সোনার বার ও সিসা জব্দ করা হয়। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য