চকরিয়ায় কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ইয়াবা ও টাকাসহ যুবক আটক

কক্সবাজারের চকরিয়ায় একটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ইয়াবা ও নগদ টাকাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম নুর মোহাম্মদ (২৬)। তিনি উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে। পুলিশ জানায়, বুধবার বিকালে পৌর বাস টার্মিনালসংলগ্ন এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের অফিস কক্ষে অভিযান চালানো হয়। এ সময় বৈদ্যুতিক বাল্বের প্যাকেটে ইয়াবা পাচারকালে নুর মোহাম্মদকে আটক করা হয়। 

এ সময় ওই প্যাকেট থেকে ছয় হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। চকরিয়া থানার এসআই আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here