Friday, November 28, 2025
Homeদেশগ্রামগোপালগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধিঃ

গোপালগঞ্জে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের পুরাতন কোর্ট মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে নিরালা মোড়, শহীদ মিনার, ভিক্টোরিয়া রোড ঘুরে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, ইসলামি ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল।

সমাবেশে জেলা আমীর বলেন, “গোপালগঞ্জে এনসিপির প্রোগ্রামে হামলা ও অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি ভারতের ‘গোলামী’র বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান জানান। তিনি গোপালগঞ্জের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রশাসনের প্রাথমিক দুর্বলতা চিহ্নিত করে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। একইসঙ্গে, পরে সেনাবাহিনী ও প্রশাসনের কার্যকর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।

জেলা আমীর সকলকে ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান। বিক্ষোভ মিছিল চলাকালে “ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ো” এবং “দিল্লির গোলামী চলবে না”—ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য