Thursday, July 17, 2025
Homeআইন-আদালতগোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি মাঠে নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবির ৪টি প্লাটুন। 

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যৌথভাবে টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাপূর্ণ ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের অনুরোধে বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয়ে কাজ করছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে আরও শক্তি বাড়ানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য