গাজীপুরে এক স্কুলছাত্রীকে হত্যাঃ দম্পতি আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক স্কুলছাত্রীকে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ ওই ছাত্রীর লাশ বাড়ির পাশের একটি খাল থেকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ভাড়াটিয়া দম্পতিকে আটক করা হয়েছে। নিহত লিমু আক্তার লামিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। আটকরা হলেন- বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার সুমন মিয়া ও তার স্ত্রী মিলি বেগম।

পরিবারের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, তিন মাস আগে সুমন মিয়া ও তার স্ত্রী মিলি বেগম লামিয়াদের বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পাঁচ হাজার টাকা বাসা ভাড়া বাকি নিয়ে লামিয়ার অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডাও হয়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও মিলি মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে লামিয়াকে হত্যার পর লাশ পাশের খালের পানিতে ফেলে রাখে। পরিবারের লোকজন লামিয়ার নিখোঁজের বিষয়টি কালিয়াকৈর থানায় জানিয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করছিল। এ সময় সুমন পানির নিচে লামিয়ার লাশের উপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে খোঁজার জন্য পরামর্শ দেন। সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নিচ থেকে মৃতদেহ উদ্ধার এবং তাকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ওসি আরো জানান, মঙ্গলবার গভীর রাতে পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here