Tuesday, August 12, 2025
Homeঅপরাধখিলক্ষেতে নারী ডাক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার

খিলক্ষেতে নারী ডাক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার


রাজধানীর খিলক্ষেতে মাহফুজা আক্তার মুন্নি (২৫) নামে এক নারী ডাক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে নিকুঞ্জ-২ এলাকার ৩ নম্বর সড়কের ২৮ নম্বর বাসার ষষ্ঠতলা থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ বিপ্লবী সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, চিকিৎসক মুন্নি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিএস পাস করেন। একটি কোর্সের পরীক্ষার প্রস্তুতি নিতে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার ৩ নম্বর সড়কের ২৮ নম্বর ভবনে কয়েকজন নারী চিকিৎসক মেস হিসেবে থাকতেন। মুন্নি থাকতেন ষষ্ঠতলায়। তার রুমমেট গ্রামের বাড়ি গিয়েছিলেন। তিনি ঘরে একাই ছিলেন।

শনিবার রাতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন তা এখনও জানতে পারেনি পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য