Tuesday, January 13, 2026
Homeরাজনীতিখালেদা জিয়া রাজধানীর এভারে কেয়ার হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে

খালেদা জিয়া রাজধানীর এভারে কেয়ার হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারে কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন চিকিৎসকরা।

খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বুধবার বলেন, ম্যাডামের কোভিড-১৯ এর কোনো উপসর্গ নেই্, উনার অবস্থা স্থিতিশীল আছে, উনি ভালো আছেন।

তিনি বলেন, ম্যাডামের রুটিন চেকআপ শুরু করা হয়েছে। আজকে কিছু পরীক্ষা হচ্ছে, বিকালেও হবে, কালকেও হবে। হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে এসব পরীক্ষা করা হচ্ছে।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত মেডিকেল টিমের সদস্যরাও এসব বিষয়ে সম্পৃক্ত আছেন।পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা কীভাবে চালানো যায় তা ঠিক করা হবে বলেও তিনি জানান।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। সেখানে কিছু পরীক্ষার পর রাতেই ভর্তি নেওয়া হয়। 

গত ১১ এপ্রিল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর খালেদা জিয়া গুলশানে তার ভাড়া বাসা ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসক এফএম সিদ্দিকীর অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য