টাঙ্গাইল প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) প্রতিষ্ঠার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন এক শিক্ষার্থী।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিট থেকে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সিপিএস বিভাগের শিক্ষার্থী আক্তারুজ্জামান সাজু অনশন শুরু করেন। পাশাপাশি কয়েকজন শিক্ষার্থী প্রতীকী অনশনে অংশ নিচ্ছেন।
শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির একটি হলো দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ প্রতিষ্ঠা। ২১ জুলাই দাবিপত্র দেওয়ার পরও রিজেন্ট বোর্ডে বিষয়টি আলোচিত হয়নি। ২ আগস্টের বৈঠকেও ১০ আগস্টের মধ্যে প্রস্তাব পাশ করার আশ্বাস মিললেও তা বাস্তবায়িত হয়নি। “দাবি পূরণ না হওয়া পর্যন্ত অহিংস আন্দোলন ও অনশন চলবে,” বলেন শিক্ষার্থীরা। অনশনস্থল মুখর হয়ে উঠেছে— “ভাত নয়, আইন খাবো”, “তালা ভাঙ্গছি, মাকসু আনবো”, “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগানে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদের উল্লেখ নেই। তবে পরবর্তী রিজেন্ট বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে।