Tuesday, October 14, 2025
Homeখেলাধুলাকেকেআরে দুঃসংবাদে কপাল খুলতে পারে সাকিবের

কেকেআরে দুঃসংবাদে কপাল খুলতে পারে সাকিবের

আইপিএলের দ্বিতীয় ভাগে টানা তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা হলো না সাকিব আল হাসানের।

রোববার রাতে শেষ বলে নিষ্পত্তি হওয়া রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতাকে ২ উইকেটে হারিয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আইপিএলের শীর্ষে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস।

এই হারের সঙ্গে আরও এক দুঃসংবাদ শুনতে হচ্ছে নাইট সমর্থকদের। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন দলটির বড় তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। অবশ্য দলের দুঃসংবাদে কপাল খুলতে পারে সাকিবের।

আগামী মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস ম্যাচে রাসেলের খেলা অনিশ্চয়তায় পড়েছে। সে হিসেবে একাদশে ঠাঁই হতে পারে সাকিবের।

রোববার ম্যাচের ১৭তম ওভারে বাউন্ডারি আটকাতে গিয়ে পায়ে চোট পান রাসেল। এর পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রাসেলের চোটের বিষয়ে কেকেআরের মেন্টর ডেভিড হাসি বলেন, ‘রাসেলের চোট কতটা গুরুতর, তা এখনই বলা সম্ভব নয়। রাসেল বলছিল— ওর হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে। ব্যথাও অনুভব করছে। রাসেলের জন্য মেডিকেল দলের ব্যবস্থা করা হয়েছে। তারাই ওর পরিচর্যা করবে। আশা করি, ওর চোট সে রকম গুরুতর নয়। আমাদের দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার সে।’

একই বক্তব্য দিয়ে কলকাতা অধিনায়ক এইউন মরগ্যান বলেন, ‘রাসেলের চোট কেমন অবস্থায় আছে, বলা কঠিন। আমরা চাইব, ও যেন দ্রুত সেরে ওঠে মাঠে নামতে পারে।’

তথ্যসূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য