Monday, October 13, 2025
Homeদেশগ্রামকারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ

কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধিঃ

বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদ এবং কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও লাল অঙ্গীকার কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি ছাত্র আন্দোলন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের জেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ হোসেন চুন্নু। শিক্ষার্থী রজমান শেখসহ অন্যরাও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে ৩ দফা দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। একইসঙ্গে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে, অন্যথায় আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

এর আগে ডিপ্লোমা শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমবেত হন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য