Monday, August 11, 2025
Homeআন্তর্জাতিককলকাতার অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন

কলকাতার অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। বেশ অনেকগুলি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি।টলিপাড়ায় আবারও শোকের ছায়া। প্রয়াত ছোট পর্দার পরিচিত মুখ অনন্যা চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। চলছিল চিকিৎসা। শুক্রবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বহু বছর ধরে ‘তিথির অতিথি’, ‘গাঁটছড়া’-সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। ‘চারমূর্তি’ ছবিতে ক্যাবলার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। চলতি বছরের জুন মাসে স্বামীহারা হয়েছিলেন তিনি। ছেলে দেবাঞ্জন চট্টোপাধ্যায়ও অভিনয় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য