করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী আরও সাত জেলায় লকডাউনের সুপারিশ

সীমান্তবর্তী আরও সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে কোভিড-১৯ রোগতত্ত্ব ও জনস্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ কমিটি। শনিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক জরুরি সভায় এ সুপারিশ করা হয়। এর ভিত্তিতে সাত জেলায় লকডাউনের কঠোর বিধিনিষেধ জারির সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন। নওগাঁ, নাটোর, রাজশাহী, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া ও খুলনা জেলায় করোনাভাইরাস সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান তিনি। এর আগে চাঁপাইনবাবগঞ্জে লকডাউন দেওয়া হয়।

এদিকে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশেই ৬ জুন পর্যন্ত জরুরি বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। সংক্রমণ ৫ শতাংশে না পৌঁছানো পর্যন্ত এটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়িয়েছে সরকার। আগামী ১৪ জুন পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তবর্তী জেলায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ১১ দফা পদক্ষেপ প্রতিপালনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা। বাংলাদেশে এখন পর্যন্ত ২৭টি ইউকে ভ্যারিয়েন্ট, ৮৫টি সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, পাঁচটি নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট এবং ২৩টি ইন্ডিয়ার ভ্যারিয়েন্ট পাওয়ার তথ্য নিশ্চিত করেছে আইইডিসিআর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here