আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ২৮ হাজার ৩০৮ জনের মৃত্যু হলো। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েই চলছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৪৪০ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জনে।
এতে বলা হয়, গত একদিনে দেশে মোট ৪৬ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৩৭ শতাংশে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন।