Tuesday, October 14, 2025
Homeবাংলাদেশকরোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় স্থানীয় প্রশাসন লকডাউন আরোপ করতে পারবে

করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় স্থানীয় প্রশাসন লকডাউন আরোপ করতে পারবে

করোনার (কোভিড-১৯) সংক্রমণ বিবেচনায় স্থানীয় প্রশাসন লকডাউন আরোপ করতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে বিধিনিষেধ ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা বিধিনিষেধ হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর বিধিনিষেধ’ ঘোষণা করে সরকার। আজ সোমবার তিনি বলেন, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় স্থানীয় প্রশাসন লকডাউন আরোপ করতে পারবে।

এদিকে দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কঠোর বিধিনিষেধ বাড়িয়ে ৬ জুন মধ্যরাত পর্যন্ত করে রবিবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চলাচল ঈদ পর্যন্ত বন্ধ ছিল। ২৪ মে থেকে দূরপাল্লার গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য