Sunday, August 3, 2025
Homeবাংলাদেশকমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন অনুমোদন

কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন অনুমোদন

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৭ জানুয়ারি) ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সংসদের দক্ষিণ প্লাজায় এ ক্যাবিনেট মিটিং হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এতে বলা হয়েছে, অনুসন্ধান কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের যোগ্যতা হবে বাংলাদেশি নাগরিক যার ৫০ বছর বয়স এবং সরকারি, বেসরকারি, আধা-সরকারি বা বিচার বিভাগীয় পদে কমপক্ষে ২০ বছর কাজের অভিজ্ঞতা।

দুয়েকদিনের মধ্যে আইন মন্ত্রণালায় অনুমোদন দিলে তা সংসদেও পেশ করা সম্ভব। সেক্ষেত্রে চলতি অধিবেশনেই আইনটি পাশ হয়ে যেতে পারে বলে জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য