কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার হিজলিয়া নামক স্থানে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। আজ শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন উখিয়ার পাগলির বিল গ্রামের সালমা খাতুন (৪৫), আনোয়ার ইসলাম ও রামু উপজেলার ফতেকারকুল গ্রামের বিধুধর (৪০)।
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মহিউদ্দিন মহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। রামু উপজেলার গর্জনিয়া সিকদারপাড়ার বাসিন্দা নুরুল আলমের ছেলে হাবিব উল্লাহকে (৩০) গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছে। দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে।