জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি :
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের পক্ষ থেকে ৫ শতাধিক অসহায়, দুঃস্থ ও সাধারণ মানুষের মাঝে লালমোহন উপজেলা আওয়ামী লীগের বন ওপরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার নগদ অর্থ বিতরন করেছেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে এমপি শাওনের পক্ষ থেকে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় এ অর্থবিতরন করেন।
বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের বন ওপরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার বলেন, বিগত দিনে আমাদের নেতা আমাদের আস্থার নিরাপদ ঠিকানা মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয় আপনাদের সেবায় যেভাবে দিনরাত কাজ করেছেন তা ইতিহাসে কোন জনপ্রতিনিধির দ্বারা সম্ভব হয়নি। কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় নেতার প্রতি, কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের প্রিয় নেতার সেবা পাওয়ার ব্যবস্থা করায়। আগামী দিনেও মাননীয় এমপি শাওন মহোদয়ের বহুমাত্রিক উন্নয়নে আধুনিক লালমোহন তজুমদ্দিনের জনগন প্রাপ্য সেবা পেতে নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহদাত হোসেন মেম্বার, ইউপি সদস্য আবদুল আলী সিকদার, ইউপি সদস্য আবদুর রহিম, যুবলীগের সাধারন সম্পাদক আফসারউদ্দিন, সোহেল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ অনেকে।