Saturday, November 29, 2025
Homeদেশগ্রামএমপি শাওনের নির্দেশে ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ করলেন- জসিম উদ্দিন হাওলাদার

এমপি শাওনের নির্দেশে ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ করলেন- জসিম উদ্দিন হাওলাদার

লালমোহন (ভোলা) প্রতিনিধি: 

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে ঈদ-উল-ফিতর উপলক্ষে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে ৫শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় ভোলার লালমোহন উপজেলাধীর লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় লালমোহন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন হাওলাদার এ অর্থ বিতরন করেন। এসময় তিনি লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের প্রবীন আওয়ামীলীগ নেতা মোজাম্মেল মৃধার অসুস্থ্যতার খবর পেয়ে তার বাড়ি গিয়ে তাকে চিকিৎসার খরচ বহন করেন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ ফরিদ উদ্দিন, ইউপি সদস্য আবদুর রহিম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেল হাওলাদারসহ আরো অনেকে। 

জসিম উদ্দিন হাওলাদার বলেন, মাহে পবিত্র রমজানের শেষে লর্ডহাডিঞ্জ ইউনিয়নের গরীব, অসহায় ও হতদরিদ্ররা যাতে ভালো ভাবে ঈদ উদযাপন করতে পারে তার জন্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে নগদ অর্থ বিতরণ করি। পাশাপাশি এলাকার অসহায় অসুস্থ্য ব্যক্তিদেরকে চিকিৎসার জন্য সাধ্যমত সহায়তার চেষ্টা করছি।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য