Wednesday, July 9, 2025
Homeবাংলাদেশএকুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার প্রথম প্রহরে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

রাত ১২ টা ২ মিনিটে রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বার একুশে বেদিতে শ্রদ্ধা নিবেন করেন মো. সাহাবুদ্দিন। রাত ১২ টা ১২ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্যান্য বছরের মতো মাতৃভাষা দিবস সম্পর্কিত কোনো গান বাজানো হয়নি।

শহিদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ফুল দেওয়ার পর প্রধান বিচারপতি, সরকারের অন্যান্য উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, ঢাবি উপাচার্যসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন করে। এরপর শহীদ মিনার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। 

রাষ্ট্রপতি ও উপদেষ্টা শহিদ মিনারে এসে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য