Monday, August 11, 2025
Homeতথ্যপ্রযুক্তিই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া শুরু

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া শুরু

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। আজ সোমবার ২০ জন গ্রাহককে ৪০ লাখ টাকা ফেরত দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হলো। গতকাল রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক নোটিশে বলা হয়, ফস্টার পেমেন্ট গেটওয়ের কাছে কিউকম ডটকমের গ্রাহকের আটকে থাকা টাকা সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ গ্রাহকদের কাছে টাকা হস্তান্তর করেছেন। তিনি বলেন, বিভিন্ন ই-কর্মাস প্রতিষ্ঠানের মাধ্যমে যারা প্রতারিত হয়েছেন তাদের টাকা ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু হলো। তবে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রাহকদের টাকা এখন ফেরত দেয়া সম্ভব না। যাদের বিরুদ্ধে শুধু অভিযোগ আছে, মামলা নেই, তাদের গ্রাহকদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করা হয়েছে এবং হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য