Monday, August 11, 2025
Homeঅপরাধ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ

‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ

সরকার ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করেছে । চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে,  ‘ইয়েস ম্যাডাম’ নামের চলচ্চিত্রটি চলচ্চিত্র সেন্সরশিপ আইনের ৪বি (১) ধারা লঙ্ঘন করে আপিল আবেদন দাখিল করায়, তা নাকচ করা হলো। চলচ্চিত্রটি সনদপত্রবিহীন চলচ্চিত্র হিসেবে বিবেচিত হওয়ায় সমগ্র বাংলাদেশে চলচ্চিত্রটির প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘ইয়েস ম্যাডাম’ ছবিটি নির্মাণ করেছেন রকিবুল আলম রকিব। মিটু সিকদার প্রযোজিত এ ছবিতে অভিনয় করেছেন আমান রেজা, কেয়া, তানহা মৌমাছি ও রেসি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য