Monday, August 11, 2025
Homeদেশগ্রামইকবাল পাঞ্চায়েত এর মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

ইকবাল পাঞ্চায়েত এর মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন  (ভোলা) প্রতিনিধিঃ
লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অফিস সহকারি মোঃ ইকবাল পঞ্চায়েত এর মৃত্যুতে  ভোলার লালমোহনে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। ১৬ জুলাই ২০২১ ইং আসরবাদ লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অফিস কক্ষে মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের লালমোহন উপজেলা শাখার সভাপতি মোঃ শাহাবুদ্দিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন লালমোহন উপজেলা শাখার সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশারেফ হোসন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন লালমোহন উপজেলা শাখার সাধারন সম্পাদক ও চতলা হাসেমিয়া মজিদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর, মরহুমের বড়ভাই ও লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন প্রমূখ। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোশারেফ হোসেন। এসময় লালমোহন উপজেলার বিভিন্ন মাদরাসার প্রধানসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারীগণ ও মরহুমের ২ ছেলে উপস্থিত ছিলেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য