Thursday, May 8, 2025
Homeবাংলাদেশইউরো বাংলা টাইমস এর এডিটর ইন চীফ মাতৃভাষা পদকে ভূষিত

ইউরো বাংলা টাইমস এর এডিটর ইন চীফ মাতৃভাষা পদকে ভূষিত

মাতৃভাষা পদক-২০২৫ এ ভূষিত হলেন ইউরোপের অস্ট্রিয়া থেকে বাংলা ভাষায় প্রকাশিত অনলাইন গণমাধ্যম ইউরো বাংলা টাইমস এর এডিটর ইন চীফ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হল মিলনায়তনে তাঁর হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে মাতৃভাষা পদক প্রদানের আয়োজন করে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি। ইউরোপে বাংলা ভাষার প্রসারে বিশেষ অবদান রাখায় মাহবুবুর রহমানকে মাতৃভাষা পদকে ভূষিত করে সংগঠনটি।

এদিন মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারী ভাষা শহীদ আবদুস সালাম কে (মরণোত্তর), বিচার বিভাগে বিশেষ অবদানের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম, সাহিত্য ও নারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দিলারা হাশেম (মরণোত্তর), পোশাক শিল্পে বিশেষ অবদানের জন্য জসিম উদ্দিন আহমেদ সিআইপি ও ইঞ্জিনিয়ার মশিউর রহমান বিপ্লব, বীমা খাতে বিশেষ অবদানের জন্য আহমেদ সাইফুদ্দিন চৌধুরী এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখায় লায়ন শাহাদাত হোসেন কে মাতৃভাষা পদকে ভূষিত করা হয়।

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ভাইস চেয়ারম্যান এমএম ইকবাল আলমগীরের সভাপতিত্বে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, সাবেক সচিব ড. সৈয়দ নকীব মুসলিম ও সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাঈদুল হক সাঈদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য