Wednesday, January 14, 2026
Homeআইন-আদালতআসামী নিজেকে গ্রেফতারের জন্য ৯৯৯ এ কল দেয়

আসামী নিজেকে গ্রেফতারের জন্য ৯৯৯ এ কল দেয়

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি ॥
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে নিজেকে  গ্রেফতারের জন্য বললেন  চুরি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মো: মিরাজ (২২)। সে ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম ফাতেমাবাদ গ্রামের আবদুর রহিমের ছেলে।
লালমোহন থানার এসআই জাহিদ হাসান জানান, মিরাজ জিআর ১৫০/১৯ মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী। রবিবার রাতে সে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে স্বেচ্ছায় ধরা দেয়ার কথা জানায়। পরে তাকে নিজ বাড়ি থেকে রাতেই গ্রেফতার করে লালমোহন থানায় আনা হয়। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
মিরাজ জানায়, পাশ্ববর্তী বাড়ির একজনের করা মামলায় ছয়মাস হাজিরা দিয়েছে সে। এরমধ্যে একটি হাজিরায় সঠিক সময়ে আদালতে উপস্থিত থাকতে না পারায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। কয়েকদিন পালিয়ে থাকলেও আর নিজেকে লুকিয়ে রাখতে ভাল লাগছিল না। তাই জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে আমাকে গ্রেফতার করার জন্য বলি।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য