ঢাকার সাভারের আশুলিয়ায় ঝোপের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে আশুলিয়ার ইয়ারপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। নিহত যুবকের দুচোখ খোঁচানো অবস্থায় ছিল ও গোপন অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে।
আশুলিয়া থানার এসআই সামিউল ইসলাম জানান, সকালে খবর পেয়ে আশুলিয়ার ইয়ারপুর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তেরর জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

















