Monday, August 11, 2025
Homeআন্তর্জাতিকআমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেন

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেন

আমেরিকার ডেলাওয়ারে প্রদেশে সৈকত সংলগ্ন নিজের বাড়ির কাছে স্থানীয় সময় শনিবার সকালে সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে অবশ্য বড় ধরনের কোনও চোট-আঘাত লাগেনি তার। এ সময় তার সঙ্গী ছিলেন ‘ফার্স্ট লেডি’ জিল বাইডেনও। খবর নিউইয়র্ক টাইমসের।

বিয়ের ৪৫ বছর উদযাপন উপলক্ষ্যে গত শুক্রবার ডেলাওয়ারে নিজ বাড়িতে যান বাইডেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সাইকেল চালানোর ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পুরো পথ সাইকেল চালিয়ে এসে দাঁড়ানোর জন্য মাটিতে পা রাখতে গিয়েই ধপাস করে মাটিতে পড়ে যান ৭৯ বছর বয়সি প্রেসিডেন্ট! অবশ্য পড়ার সঙ্গে সঙ্গে নিজেই উঠে পড়ে সকলকে আস্বস্ত করে বলেছেন, ‘আমি ভাল আছি।’ পরে অবশ্য বাইডেন বাকি দিনটি নিজের পরিবারের সঙ্গেই কাটিয়েছেন।

তবে নেটমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়তেই হাজার-হাজার লাইক পড়তে থাকে। লাইকের এই ঢল দেখে কেউ কেউ প্রশ্ন করছেন, এ কেমন আচারণ! কেউ পড়ে গেলে বুঝি লাইক দিতে হয়! কেউ আবার সরস মন্তব্য করেছেন, এ নির্ঘাৎ পুতিনের অভিসম্পাত!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য