Sunday, August 10, 2025
Homeদেশগ্রামআমরা দেখাবো কিভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে- বরিশাল বিভাগীয় কমিশনার

আমরা দেখাবো কিভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে- বরিশাল বিভাগীয় কমিশনার

জাহিদ দুলাল, লালমোহন(ভোলা)প্রতিনিধি:

ভোলার লালমোহনে দ্বাদশ সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে লালমোহন উপজেলা প্রশাসন এর আয়োজনে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ইমন এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। প্রধান অতিথি তার বক্তব্যে, আমরা সকলকে দেখাবো দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন হতে পারে। এ জন্য যারা ভোট নিবেন তারা নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না। সুষ্ঠু ভোট গ্রহণে কোনো বাধা সৃষ্টি হলে তাৎক্ষণিক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ (ডিআইজি) উপ মহা পুলিশ পরিদর্শক মো. জামিল হাসান (বিপিএম সেবা, পিপিএম), বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান (বিপিএম) । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপ সহকারী কমিশনার ভূমি ইমরান মাহমুদ ডালিম, ওসি মো. মাহবুব উল আলম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য