এস মেজবাহউদ্দিন,
রাজধানী ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সৈয়দপুর, কক্সবাজার, সিলেট রুটে চলাচল করে। শতাধিক যাত্রী এই ৭টা রুটে যাতাযাত করে। রাজধানীর প্রানকেন্দ্র মতিঝিল, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর ও পুরান ঢাকার যাত্রীদের চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সৈয়দপুর, কক্সবাজার, সিলেট বিমানের মাধ্যমে যেতে হলে উত্তরা বিমান বন্দর হয়ে যেতে হয়।
আভ্যন্তারিন রুটে বিমানে যাতায়াত করতে সময় লাগে ৩০-৪০ মিনিট। অথচ রাজধানীর প্রানকেন্দ্র মতিঝিল, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর ও পুরান ঢাকার যাত্রীদের তাদের আবাসস্থল হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যেতে সময় লাগে ২-৩ ঘন্টা। বিমান বন্দরে ১ ঘন্টা আগে আবার রিপোর্ট করতে হয়। ফলে ৩০ মিনিটের বিমান ভ্রমনের জন্য অতিরিক্ত আরও ৪ ঘন্টা সময় অপচয় হয়।
রাজধানী ঢাকা থেকে প্রতিদিন আভ্যন্তরিন রুট চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সৈয়দপুর, কক্সবাজার, সিলেট এ চলাচলকারী ছোট ছোট বিমান গুলো রাজধানীর মধ্যমনি তেজগাঁও এর পুরাতন বিমান বন্দর হতে চলাচল করলে যাত্রীদের একদিকে যেমন সময় ও অর্থ বাচানো যেতো, অপর দিকে আভ্যন্তরিন রুটে বিমানের যাত্রী সংখ্যার বৃদ্ধি পেতো। কেননা ঢাকা শহরের যানজটের কথা নতুন করে আর বলার প্রয়োজন নেই।
তাই আভ্যন্তরিন রুটের বিমান তেজগাঁও পুরান বিমান বন্দর থেকে চালু করার দাবী জানিয়ে সরকারের দৃষ্টি কামনা করছি।