আজ ভোলার লালমোহনের সদর ইউনিয়নের (বর্তমানে লালমোহন পৌরসভা) সাবেক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান, জননেতা সমাজসেবক এ কে এম সিরাজুল ইসলাম (খোকন) এর ২১ তম মৃত্যুবার্ষিকী। ২০০০ সালের আজকের এই দিনে এক সড়ক দূর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। খোকন চেয়ারম্যান হিসাবে যিনি লালমোহনের সকল দলের লোকদের কাছে ব্যাপক পরিচিত এক চেয়ারম্যান ছিলেন। এলাকার একজন দানবীর, জনপ্রিয় সমাসেবক এবং ন্যায় বিচারক হিসাবে তার প্রচুর সুনাম ছিল। এলাকার কোন লোকে যে কোন প্রকার বিপদে পড়লে গভীর রাতেও তিনি ছুটে বিপদগামী লোকের কাছে যেতেন তার উপকার করার জন্য।
খোকন চেয়ারম্যান ছিলেন মামলা বিরোধী একজন লোক। সামান্য বিরোধে কোন প্রকার মামলা হলে তিনি বাদী ও বিবাদীকে ডেকে এনে সঠিক বিচার করে মামলা তুলে নেওয়ার ব্যবস্থা করতেন। এলাকার বিপদগামী লোকদের আর্থিক সাহায্য করে সাবলম্ভী হওয়ার ব্যবস্থা করতেন। আজকের এই দিনে তার পরিবার সকলের কাছে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।