Monday, October 13, 2025
Homeশীর্ষ সংবাদআগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২, আহত ১,২৩২

আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২, আহত ১,২৩২

চলতি বছরের আগস্ট মাসে সারা দেশে ৪৯৭টি সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত ও এক হাজার ২৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্ট মাসে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ৩৪ জননিহত হয়েছেন। নৌপথে ২১টি দুর্ঘটনায় ২৭ জন নিহত, ২২ জন আহত ও ১৩ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৫২টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং এক হাজার ২৬১ জন আহত হয়েছেন।

এই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা ছিল ১৬৫টি। এতে ১৭৬ জন নিহত ও ১৪৪ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ১৯ শতাংশ, নিহতের ৩৫ দশমিক ০৫ শতাংশ ও আহতের ১১ দশমিক ৬৮ শতাংশ। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩২টি সড়ক দুর্ঘটনা ঘটে, যাতে ১২৮ জন নিহত ও ৩৩৩ জন আহত হন। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে— ১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ২২ জন আহত।
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন একজন পুলিশ সদস্য, একজন সেনাসদস্য, একজন ফায়ার সার্ভিস সদস্য, একজন মুক্তিযোদ্ধা, একজন আইনজীবী, ১৪২ জন চালক, ৮২ জন পথচারী, ৭৩ জন নারী, ৩৮ জন শিশু, ৫১ জন শিক্ষার্থী, সাতজন পরিবহন শ্রমিক, সাতজন শিক্ষক ও ১১ জন রাজনৈতিক দলের নেতাকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য