Friday, November 14, 2025
Homeআন্তর্জাতিকআইপিএল অভিযানে মোস্তাফিজ, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

আইপিএল অভিযানে মোস্তাফিজ, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ভারত সফরে গিয়ে দেশবাসীর কাছে দোয়া চাইলেন কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান। আজ সোমবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজ বলেন, রাজস্থান রয়্যালসের সঙ্গে আইপিএল অভিযান শুরু করতে ভারতে নিরাপদেই অবতরণ করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। নিউজিল্যান্ড সফর থেকে রোববার দেশে ফিরেই সোমবার আইপিএল খেলতে ভারত সফরে যান মোস্তাফিজ। ৯ এপ্রিল শুরু হতে যাওয়া আইপিএলের ১৪তম আসরে রাজস্থানে এক কোটি রুপিতে খেলবেন মোস্তাফিজ। আগামী সোমবার নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখ হবে রাজস্থান। তবে প্রথম ম্যাচে মোস্তাফিজের সার্ভিস পাবে না রাজস্থান। তার কারণ ভারত সফরে প্রথম এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ সেরা এ পেসারকে। মোস্তাফিজ ২০১৬ সালের আইপিএল সানরাইজার্স হায়দরাবাদে খেলেন। সেই আসরে ১৬ ম্যাচে ১৭ উইকেট শিকার করেন। পরের আসরে চোটের কারণে এক ম্যাচের বেশি খেলতে পারেননি। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৭ ম্যাচ খেলে শিকার করেন ৭ উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য