Wednesday, January 14, 2026
Homeখেলাধুলাঅস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন খেলায় টানা জিতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

আজ সন্ধ্যা ৬টায় পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ খেলায় অসিদের মোকাবেলা করবে টাইগাররা।

প্রথম তিন ম্যাচে জিতে ফুরফুরে মেজাজে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি আজ চতুর্থ খেলায়ও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়।

প্রথম তিন ম্যাচে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন হয়তো ভাঙতে চাইবে না বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২১ রানে গুটিয়ে দিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় টাইগাররা।

শুক্রবার তৃতীয় ম্যাচে ১২৭ রান করেও ‍দুর্দান্ত বোলিং করে ১০ রানের জয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

টানা তিন ম্যাচ জয়ের ধারাবাহিকতা আজ চতুর্থ ম্যাচেও অব্যাহত রাখতে চায় স্বাগতিক বাংলাদেশ।

তবে ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দল পরাজয়ের বৃত্ত থেকে বের হতে বদ্ধ পরিকর। সিরিজ খোয়ালেও তারা এখন হোয়াইটওয়াশ এড়াতে পরিকল্পনা আটঁছে।  

বাংলাদেশ সম্ভাব্য দল: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য