Tuesday, October 14, 2025
Homeবিনোদনঅভিনেত্রী আলিয়ার বিরুদ্ধে সমন জারি

অভিনেত্রী আলিয়ার বিরুদ্ধে সমন জারি

‘গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি’ ছবির জন্য বলিউড তারকা আলিয়া ভাটের বিরুদ্ধে আদালত সমন জারি করেছে। 

এছাড়া ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালি, দুই লেখকের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

মুম্বাইয়ের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এ সমন পাঠিয়েছে।

তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মানহানির মামলা হয়েছে। ২১ মে তাদেরকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বাবুরাওজি শাহ নামের এক ব্যক্তি এ মামলা করেন; যিনি নিজেকে গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ির দত্তক ছেলে দাবি করেন।

সঞ্জয় লীলা বানসালির ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। হুসেন জাইদির বই ‘মাফিয়া কুইন অফ মুম্বাই’ অবলম্বনে ছবিটি তৈরি করা হয়েছে।

বাবুরাওজির অভিযোগ, বইয়ে তথা সিনেমায় গাঙ্গুবাঈ কাঠিওয়াড়িকে যৌনকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে; যা তার ‘মায়ের’ খ্যাতি কলঙ্কিত করে।

মুম্বাইয়ের কুখ্যাত রেডলাইড এলাকা কামাথিপুরার ম্যাডামজি হিসাবে পরিচিত ছিলেন গাঙ্গুবাই। এক সাধারণ কিশোরী ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে যৌনকর্মীদের সর্দারনি হয়ে উঠার কাহিনি ফুটে উঠেছে এই ছবিতে।

আলিয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ। আগামী ৩০ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য