Wednesday, January 14, 2026
Homeবিনোদনঅভিনেতা সৌমিত্রের শারীরিক অবস্থার উন্নতি

অভিনেতা সৌমিত্রের শারীরিক অবস্থার উন্নতি

বিনোদন প্রতিনিধিঃ

কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।গত কয়েক দিন ধরে আশঙ্কাজনক অবস্থায় থাকার পর এখন বেশ সুস্থ তিনি। শরীরে এখন আর জ্বর নেই। তবে এখনও তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। কথা বলছেন এবং নিজের সিনেমার পছন্দের গান ও রবীন্দ্রসংগীত শুনছেন। হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, করোনামুক্ত হওয়ার পর চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন সৌমিত্র। গত ৯ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ৯ অক্টোবর থেকে তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে। বুধবার থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র। মেডিকেল বোর্ডের সদস্য এক চিকিৎসক বলেন, সৌমিত্র ভালো আছেন। চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। মনে করা হচ্ছে, আগামী দু’তিন দিনে শারীরিক পরিস্থিতির আরও উন্নতি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য